ব্যতিক্রমী উদ্যোগ নিলেন তালতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান

ব্যতিক্রমী উদ্যোগ নিলেন তালতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি ঃবরগুনার তালতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, (২রা অগাষ্ট) শুক্রবার হ্যালঞ্চা বাড়িয়া স্কুলের প্রধান শিক্ষিকা মাহফুজা জাহান কে সাথে নিয়ে। হ্যালোঞ্চা বাড়িয়া গ্রামের বাড়ির আঙিনা পরিস্কার করার জন্য সকলকে আহবান জানান। এ সময় মনিকা নাজনীন বলেন ডেঙ্গু রোগের জীবাণুবাহী এই মশার কামড়ে প্রতিবছর জীবন যায় হাজার মানুষের। বিশেষ করে গ্রামাঞ্চলের দরিদ্র-অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নেওয়ার আগেই যেতে হয় পরপারে। কিন্তু একটু সচেতন হলেই মশা ও মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে আমরা মুক্ত থাকতে পারি। মশার বাসস্থান আমরা সহজেই ধ্বংস করতে পারি। মশার বাসস্থানের যায়গা গুলো যেমন- ফুলের টবে জমে থাকা পানি, নারিকেলের ছোবড়ায় জমে থাকা পানি, পুকুর, জলাশয়, ডোবা, ঝোপঝাড়, বাড়ির আঙিনায় নোংরা জায়গাগুলো নিজ দায়িত্বে পরিস্কার করে মশাবাহিত রোগ থেকে নিরাপদ থাকতে পারি। তাই আসুন, দেশ ও দশের কল্যাণে মশার উপদ্রব দূর করি।